মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতার সূবর্নজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিরত্বগাথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৩মার্চ) বৃহস্পতিবার উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান রকিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল। মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন বীর মুক্তিযোদ্ধা শৈলেন চন্দ্র রায়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মঞ্জুরুল আলম সিয়াম, ইউনিয়ন আ'লীগের সভাপতি কামরুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক মোহনেন্দু রায় মোহন ও ইউনিয়ন সচিব গোলজার রহমান সুজন সহ ইউপি সদস্য বৃন্দ প্রমুখ। এসময় তিনি তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করার আহবান জানান। খুটামারা ইউনিয়নের আয়োজনে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন
0 Comments