বিজ্ঞাপন দিন

ডোমারে টিসিবি’র জরুরী পণ্য বিক্রয় শুরু



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলায় হতদরিদ্রদের মাঝে ন্যায্যে মূল্যে (ট্রেডিং কর্রোরেশন অব বাংলাদেশ) টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার(২০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ডোমার সদর ইউনিয়ন পরিষদ ও জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। 

এসময় ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হাবীব বাবু ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, টিসিবি পণ্যে ভোক্তাপ্রতি  সর্বোচ্চ বিক্রয় চিনি ২ কেজি, প্রতিকেজি মূল্যে ৫৫টাকা, মশুর ডাল ২কেজি, প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল ২ কেজি, প্রতি কেজি ১১০ টাকা করে বিক্রয় করা হবে। এবং উপজেলায় ২১ হাজার ৩শত ৬০ জন কার্ডধারী উক্ত সুবিধা গ্রহন করবেন।

তিনি আরো বলেন উপজেলায় সরকারের নিয়োগপ্রাপ্ত দুইজন ডিলার সিডিউল মোতাবেক ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করবেন।

                                             


Post a Comment

0 Comments