আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ'চেতনায় মুক্তিযুদ্ধ আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা'র সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কবিতা, আবৃতি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না প্রমুখ।
0 Comments