ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ৫৫ বছর বয়সি এক ভিক্ষক মহিলাকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭মার্চ) আটককৃত শফিকুল ইসলাম বল্টুকে (৪৮) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম বল্টু কাকরার চৌপুথী মাঝাপাড়া এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। মামলা এবং ধর্ষিত মহিলার বর্ননা সূত্রে জানা যায়,প্রতিদিনের মত গত ১৩ মার্চ দুপুর ১২ টার দিকে শফিকুল ইসলাম বল্টুর বাড়ির সামনে ভিক্ষা নিতে গেলে শফিকুল ইসলাম ওই ভিক্ষুক মহিলাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বউ বাড়িতে না থাকায় ঘরবাড়িগুলো ঝাড়ু এবং থালা বাসন পরিস্কার করে দিতে বলেন শফিকুল। থালা বাসন পরিস্কারের পর ঘরের ভিতর ঝাড়ু দিতে বলে হয়। ঘরের ভিতর ঝাড়ু দিতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রথমে বাইরের দরজা বন্ধ করে ভিক্ষুক মহিলাকে এক হাজার টাকার একটি নোট দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এতে ওই মহিলা রাজি না হলে তার পড়নে থাকা ওড়না মুখে পেঁচিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে শফিকুল ইসলাম বল্টু। ঘটনার দিন বাড়িতে চলে গিয়ে লজ্জায় কাউকে বলতে পারেনি ওই মহিলা। পরদিন বিকেলে তার এলাকার কয়েকজন ব্যক্তিকে বিষয়টি অবগত করলে এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সহযোগিতায় শফিকুল ইসলাম বল্টুকে প্রধান আসামি করে জলঢাকা থানায় মামলা দায়ের করেন ধর্ষিত ওই মহিলা। মামলা নং ১০,তারিখ ১৬/০৩/২২ ইং। মামলার পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ সন্ধ্যায় শফিকুল ইসলাম বল্টুকে আটক করে থানা পুলিশ। জানা যায়,ওই ভিক্ষুক মহিলার বাড়ি ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি এলাকায়। তার একটি মাত্র ছেলে রিকশা চালানোর জন্য ঢাকায় থাকেন। অভিযুক্ত শফিকুল ইসলাম বল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এস.আই আলমাস হোসেন।
0 Comments