বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীতে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ জেলা সদস্যদের সাথে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ মার্চ/২২) দুপুরে ইউএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য অধিকার বাংলাদেশ এর সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। এসময় বক্তব্য রাখেন সিভিল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্কু বিহারী রায়, সমাজকর্মী আবু মুসা,  অধ্যক্ষ আফরোজা রোজী, ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রজেক্ট ম্যানেজার পোরসিয়া রহমান, এ্যাডভোকেট আল্পনা রায় রেখা, খাদ্য অধিকার বাংলাদেশের জেলা কমিটির যুগ্ম সম্পাদক মর্তুজা ইসলাম ও জানো প্রকল্পের মনিটরিং অফিসার হিরালাল রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কাজি জীবন নাহার মিনু, প্রধান শিক্ষক মল্লিকা রায়, সমাজকর্মী ফৌজিয়া ইয়াসমিন জলি ও সাংবাদিক আনিছুর রহমান মানিক। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জানো প্রকল্প খাদ্য অধিকারের সচেতনতা মুলক কার্যক্রমের সাথে সম্মিলিত ভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রজেক্ট ম্যানেজার পোরসিয়া রহমান  জানান, নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করা এবং পুষ্টি নিশ্চিত করণে সরকারের সংশ্লিষ্ঠ দফতরগুলোর সাথে আমরা এখন থেকে যৌথ ভাবে কাজ করবো। এর ফলে দীর্ঘ মেয়াদী সুফল এবং সরকারের এসডিজি অর্জনে সহায়ক হবে। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে জানো প্রকল্পের সহযোগিতায় জেলা খাদ্য অধিকার বাংলাদেশ এর আয়োজনে সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments