রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীর ডোমারে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখা ও পৌর শাখা সমাবেশের আয়োজন করে।
শনিবার বিকাল ৫টায় ডোমার বাটার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান সড়কের দিকে অগ্রসর হতে থাকলে ৫০গজ সামনে আসলে পুলিশি বাধায় সামনে যেতে না পারায়,সেখানেই বিক্ষোভ সমাবেশ করে আলোচনা সভায় মিলিত হয় মিছিলে অংশগ্রহনকারীরা।
পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু,মাসুদ বিন আমিন সুমন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ইফতেখার আলম তিতুমীর প্রমূখ।
#
0 Comments