বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা আ'লীগের জাতীয় শিশু দিবস পালন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে উপজেলা আ'লীগের আয়োজনে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে। পরে  সৈনিকলীগ কার্যালয়ে উপজেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এহচান চানুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সহ-সভাপতি মোফাজ্জল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা এমদাদুল হক, যুবলীগ নেতা লাভলুর রশীদ, শাহান কবীর শাহিনুর, খাদেমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ।এর আগে একটি কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। অপরদিকে   উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। পরে উপজেলা পরিষদ হলরুমে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়। এসময় কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।##

Post a Comment

0 Comments