বিজ্ঞাপন দিন

ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ছাত্রলীগের র‌্যালী ও আলোচনা সভা



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা ও কলেজ শাখার র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ই মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ ডোমার সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রিমুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক করিমুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় এসময় কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল, মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ কবীর, সাবেক ছাত্রলীগের সভাপতি দুলু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রলীগের নেতা কর্মীরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

Post a Comment

0 Comments