বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নীরফামারীর জলঢাকায় সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সহ উন্নয়নের সবক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, জলঢাকা সরকারী কলেজ অধ্যক্ষ জিকরুল হক ও থানা সাব ইন্সপেক্টর উজ্জ্বল প্রমুখ। বক্তারা বলেন, ১৯১০ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের সেলাই কারখানার নারী শ্রমিকদের আন্দোলনের প্রতি সম্মান জানাতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। বাংলাদেশে নারীসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতার উন্নয়নের জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকেলে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‍্যালী ও আলোচনা সভা করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন ও এ অঞ্চলের দুস্ত নারী কল্যাণ সংস্থা "চাদঁমনি" ।

Post a Comment

0 Comments