বিজ্ঞাপন দিন

জলঢাকায় খুটামারা মডেল ইউনিয়নে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়



এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধি ঃপবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় খুটামারা মডেল ইউনিয়ন পরিষদে টিসিবি'র পন্য সামগ্রী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয়। আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে খুটামারা মডেল ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে এসব টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। উল্লেখ্য যে সরকার নির্ধারিত প্রতি কেজি সয়াবিন তৈল-১১০/- প্রতি কেজি চিনি-৫৫/ ও প্রতি কেজি মশুর ডাল-৬৫/- টাকা হিসেবে। প্রতি কার্ডধারী পাবে ২ কোজি সয়াবিন তৈল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাল।এ ইউনিয়নে ২৮৭২ জন সুবিধাভোগী পরিবারকে কার্ডের মাধ্যমে এ সব টিসিবির পন্য সামগ্রী বিক্রয় করা হয়েছে বলে জানাযায়। এসময় খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সুষ্ঠু ভাবে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করছি এবং বিকেল পর্যন্ত সুন্দ ভাবে বিতরণ করতে পারবো বলে আশারাখি।

Post a Comment

0 Comments