বিজ্ঞাপন দিন

জলঢাকায় জলাবদ্ধতায় রাস্তায় পুকুর তৈরি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা



রাশেদুজ্জামান সুমন,জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় রাস্তার কাজ বন্ধ হওয়ার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তায় অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে যানবাহন পরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষকে। জানা যায়, জলঢাকা জিরোপয়েন্ট মোড় হতে ডোমারের বোড়াগাড়ি মোড় হইতে ১৯কিলোমিটার রাস্তা সংস্কার কাজের জন্য এমআরআর ঠিকাদার প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়। রাস্তার কাজ শেষ পর্যায়ে এসে পৌর শহরের জিরোপয়েন্ট মোড়ে খাস জায়গা অবস্থিত ফলের দোকান অবৈধভাবে ঠিকাদারের লোকজন ভেঙ্গে ফেলে। গত ২২শে মার্চ রাতে ব্যবসায়ীরা এর প্রতিবাদে সড়ক অবরোধ করে রাস্তার কাজ বন্ধ করে দেয়। এর কারনে গত এক সপ্তাহ ধরে বৃষ্টির পানি জমে জিরোপয়েন্ট মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন যানবাহন পরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ রাস্তা নিয়ে পঞ্চগড়ের তেতুলিয়া থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। তারা পানি জমে থাকা গর্ত না বুঝে গাড়ি নিয়ে যাওয়ার সময় পরে গিয়ে ট্রাক, অটো, পিকআপ, মোটর সাইকেল, মানুষসহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলাবদ্ধতার পাশে অনিন্দ্য ফ্যাশন মালিক মাহাবুবার রহমান মনি বলেন, জলঢাকায় কোন প্রশাসন নেই, কোন মেয়র নেই, থাকলে এরকম অবস্থা হতো না। সাতদিন ধরে এখানে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে, দুর্ঘটনা ঘটছে প্রতিদিন, তারপরও কারো নজরে পরেনা। ব্যবসায়ী কুলো চন্দ্র জানান, কারো স্বার্থ হাসিল না হওয়ার কারনে রাস্তার কাজ বন্ধ হয়েছে। এই গর্তে পরে কতজন যে আহত হয়েছে তার কোন হিসাব নেই। এমআরআর ঠিকাদার প্রতিষ্ঠানের সহকারী কামরুল হক জানান, পৌর এলাকায় রাস্তার সীমানা নির্ধারন না হওয়ার কারনে কাজ বন্ধ হয়ে আছে। সীমানা নির্ধারন হলে দ্রুত কাজ শেষ করা হবে।


Post a Comment

0 Comments