বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব পানি দিবস পালন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, মিজানুর রহমান ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। এসময় ইউএনও মাহবুব হাসান পানির অপচয় রোধ করে, যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিযে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার উপযোগী করার আহবান জানান। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।##


Post a Comment

0 Comments