বিজ্ঞাপন দিন

ডোমারে স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও সার্ভিস ডেক্স এবং ঘর হস্তান্তরের উদ্বোধন



রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স’র উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে।

রবিবার(১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স ও গৃহহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন  করেন। একই সময় ডোমার থানা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, এসআই শাহ আলম, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এসআই ঠাকুর দাস রায়, এএসআই জেসমিন আক্তার, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, সাংবাদিক রওশন রশীদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন মোহাম্মদ সিথুন, সত্যেন্দ্রনাথ রায় ও   শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

শেষে বড় রাউতা মোজালপাড়ায় নব নির্মিত ঘরটি গৃহহীন মৃত মোজাম্মেল হকের স্ত্রী লাইলী বেগমের হাতে চাবী হস্তান্তর করা হয়।


Post a Comment

0 Comments