বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু কলেজ থেকে বিদায় নিলেন অধ্যক্ষ জাহেদ আলী



রাশেদুজ্জামান সুমন,জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি সরকারি মহাবিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করার পর অবশেষে অবসর গ্রহণ করলেন জাহেদ আলী। মঙ্গলবার দুপুরে কলেজে শিক্ষার্থীদের মাঝে বক্তৃতার মধ্য দিয়ে তিনি এ ঘোষণা দেন। ১৯৯৪সালে ৭ই মার্চ প্রায় ৩শত শিক্ষার্থী ও ৪০জন শিক্ষক র্কমচারী নিয়ে এ কলেজের যাত্রা শুরু করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাহেদ আলী। পরবর্তীতে এমপিওভুক্ত এবং সর্বোপরি ২০২০সালের ১৪ জানুয়ারী সরকারি কলেজে রুপান্তরিত করার মূল কারিগর ছিলেন তিনি। বর্তমানে প্রায় হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। অনার্স ৪টি বিভাগে এমপিওভূক্ত না হলেও এ কার্যক্রম থেকে নেই। শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি সরকারি মহাবিদ্যালয়টি তৈরি করার সময় প্রায় ৪.৫০ একর জমি দান করেন অধ্যক্ষ জাহেদ আলী। এসময় তিনি প্রায় তিন হাজার ফলজ-বনজ ও ভেষজ গাছ রোপন করেন যা আজকে কলেজের সৌন্দর্য্য বৃদ্ধি করে দিয়েছে। নিজ তহবিল থেকে কলেজের চতুর পার্শ্বে বাউন্ডারীওয়াল নির্মান করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার চেষ্টা করো তাহলে বড় হতে পারবে। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ ও ইতিহাস ভালো করে পর্যবেক্ষন করবে। পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ভালোবাসায় সিক্ত হয়ে তার কর্মদিবসের ইতি টানেন।


Post a Comment

0 Comments