বিজ্ঞাপন দিন

কৃষকদের মাঝে পানি উন্নয়ন বোর্ডের বিনামূল্যে আউশ ধান বীজ বিতরণ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নীলফামারীর জলঢাকা, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার ৭৩ কৃষককে উফশী রোপা আউশ ধান (ব্রি হাইব্রিড ধান-৭) বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ হলরুমে ১ প্যাকেট করে উচ্চ ফলনশীল ধানের বীজ তুলে দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর পওর সার্কেল-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর এর মুখ্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল হাকিম, সৈয়দপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-প্রধান সম্প্রসারন অফিসার অমলেশ চন্দ্র রায়, সম্প্রসারন অফিসার রাফিউল বারী শামীম ও সম্প্রসারন ওভারশিয়ার শফিকুর রহমান প্রমুখ। এসময় সম্প্রসারন অফিসার রাফিউল বারী শামীম জানান, হাওর অঞ্চলে চলমান বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে উঠতে সেচ প্রকল্প এলাকার পতিত জমি ও ভুট্টা কেটে ফাকাজমিতে এই বীজ চাষ করার জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধানের বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট, রংপুরের সহযোগিতায় তিস্তা সেচ প্রকল্পে উপ- প্রধান সম্প্রসারণ কর্মকর্তা, বাপাউবো, রংপুর এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Post a Comment

0 Comments