বিজ্ঞাপন দিন

ঈদ উপহার নিয়ে দুস্তদের দুয়ারে দুয়ারে জলঢাকার গর্বিত নারী ড. তুরিন আফরোজ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ একজন মানুষ মহৎ হয়ে ওঠেন তার কর্মগুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা তাদের কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে করেন মানুষের উপকার। অসহায় মানুষের পাশে থাকায় এখন যার মুল লক্ষ, তিনি হলেন, জলঢাকার গর্বিত নারী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. তুরিন আফরোজ। তিনি ২০০৮ সালে নীলফামারীর জলঢাকায় নিজ নামে একটি জনকল্যাণমুলক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন দিয়ে তার মাধ্যমে এ অঞ্চলের অসহায় দুস্ত মানুষের মাঝে দান অনুদান, স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে প্রায় নিত্যদিনই চলছে অসহায় নিরীহ মানুষদের জীবন মান উন্নয়নে নানান সহযোগীতার কাজ। মাদ্রাসা শিক্ষা, দর্জি প্রশিক্ষণ, দুস্ত শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা প্রদান ও ত্রাণসহ বিভিন্নভাবে করছেন আইনি পরামর্শ সহায়তা প্রদান। এরই ধারাবাহিকতা চলমান রাখতে বরাবরের মতো এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অসহায় দুস্ত পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ অর্থায়নে প্রায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের মহরম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থেকে পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নে সপ্তাহব্যাপী এর বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। তিনি বলেন, আমরা সবাই মানুষ, একে অপরের পাশে থেকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই। ঈদ উপহার গুলোর মধ্যে ছিল, সেমাই, চিনি ও একটি করে শাড়ী। এ ঈদ শুভেচ্ছা উপহার থেকে বাদ পড়েনি সনাতন সম্প্রদায়ের নারীরাও। এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্নয়ক এনামুল হক, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রণজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় ইউপি সদস্য তছলিম উদ্দিন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

Post a Comment

0 Comments