বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৩য় পর্যায়ে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ উপলক্ষে প্রেস রিলিজ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃআ"শ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা  উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ২ শত ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আগামীকাল মঙ্গলবার জমিসহ ঘর প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও স্থানীয় সাংবাদিক মর্তুজা ইসলাম, আসাদুজ্জামান স্টালিন, বাদশাহ শাহাজাহান, রাশেদুজ্জামান সুমন, ফরহাদ ইসলাম, শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ। প্রেস বিফ্রিংয়ে ইউএনও মাহবুব হাসান জানান, মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা"- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত একক গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলায় ৩য় পর্যায়ে ২৮০ টি ঘর নির্মান করা হয়েছে। যা আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীর হাতে চাবি তুলে দিবেন। এর মধ্যে জলঢাকা পৌরসভায় ১৬৪টি,  ধর্মপাল ইউনিয়নে ৯টি, গোলনা ইউনিয়নে ৫৪টি ও মিরগঞ্জ ইউনিয়নে ৫৩ টি নির্মিত হয়েছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা। এর আগে ১ম পর্যায়ে ১শত ৪১টি ও ২য় পর্যায়ে ৩শত ভূমিহীন ও গৃহহীনের মাঝে জমিসহ ঘরের চাবি তুলে দেওয়া হয়।  জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা প্রশাসন ঘর নির্মান কাজ বাস্তবায়ন করেছে।###

Post a Comment

0 Comments