স্টাফ রিপোর্টারঃআজ ২৭ এপ্রিল জলঢাকার কালীগঞ্জ গণহত্যা দিবস। ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনার সাক্ষী কালীগঞ্জ বধ্যভূমি। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে কালীগঞ্জ বধ্যভূমিতে এক স্বরণ সভা আয়োজন করে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন।প্রায় চার লক্ষ শহীদের ঠিকানা বধ্যভূমিঅবহেলা আর অযত্নে পড়ে থাকতে দেখে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেন, যাদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ, তাদের আমরা অসম্মান করতে পারিনা।১৯৭১ সালের এই দিনে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা কালীগঞ্জ স্থানীয় রাজাকার-আলবদরদের চক্রান্তে তিন শতাধিক সংখ্যালঘু পরিবারের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। সেদিন ছিল ২৭ এপ্রিল মঙ্গলবার। বালাগ্রাম ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারী ও শীল পরিবারের সদস্যরা শরণার্থী হিসেবে ভারতে যাওয়ার পথে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জে গেলে পার্শ্ববর্তী ডোমার থেকে চারটি কনভয়ে পাকিস্তানি বাহিনী এসে তাদের ঘেরাও করে। এরপর নারী-পুরুষ ও শিশুদের পৃথকভাবে সারিবদ্ধ করে ব্রাশফায়ার করলে মুহূর্তেই প্রায় চার শতাধিক নিরস্ত্র শরণার্থী মৃত্যুর কোলে ঢলে পড়েন
0 Comments