রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ ভাগাভাগি করতে নীলফামারীর ডোমারে দুইশত পাঁচটি অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৯ এপ্রিল) বিকাল তিনটায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজার ও জামিরবাড়ী এলাকায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, ডাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই ও প্যাকেট জাতীয় দুধ রয়েছে।
বন্ধন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের পৃষ্ঠপোষকতায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম।
এছাড়ার সমাজসেবক জয়নাল আবেদীন ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 Comments