বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিবগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতবনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। এসময় ইউএনও মাহবুব হাসান বলেন, মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। এছাড়াও এই সরকারের কুটনৈতিক প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments