আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মুল্যে নিম্ন আয়ের খেটে খাওয়া ৩১ হাজার ১'শ ৫৭ জন পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে উপকারভোগী কার্ডধারীদের মাঝে এসব টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়।
সরকারি নির্ধারিত প্রতি কেজি সোয়াবিন তেল-১১০, প্রতি কেজি চিনি-৫৫, প্রতি কেজি মশুর ডাল-৬৫ ও ছোলাবুট প্রতি কেজি ৫০ টাকা হিসেবে প্রতিটি প্যাকেজ
এর মূল্য ধরা হয়েছে ৫৬০ টাকা।
টিসিবির পণ্য ক্রেতাদের ভীড়ছিল অপরিবর্তিত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায় ১টি পৌরসভা সহ উপজেলার ও ১১ টি ইউনিয়নের ৩১১৫৭ জন সুবিধাভোগী কার্ডধারীর মাঝে টিসিবি’র এ সব পন্য সামগ্রী নিদিষ্ট স্থানে ডিলারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
শনিবার দুপুরে কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানায়, প্রথম ধাপে ৩ ধরনের পণ্য বিক্রয় করা হলেও বর্তমানে পবিত্র রমজান উপলক্ষে নতুনভাবে ছোলাকে যুক্ত করা হয়েছে। প্রতিটি কার্ডধারী লম্বা লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য সামগ্রী ক্রয় করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, উপজেলার নিন্ম আয়ের মানুষের সুবিধার জন্য সরকার কর্তৃক নির্ধারিত উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩১ হাজার ১৫৭ জন মানুষ এই সুবিধা পাচ্ছে। বিতরণ কার্যক্রমে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য উপজেলা প্রশাসন কঠোরভাবে নজরদারি করছেন। বানিজ্য মন্ত্রণালয়ের উদ্দোগে জলঢাকা উপজেলা প্রশাসন ৩ টি ডিলারের মাধ্যমে এসব পণ্যে বিতরণ করা হচ্ছে।
0 Comments