বিজ্ঞাপন দিন

জলঢাকায় আধুনিক দিনি শিক্ষা প্ৰতিষ্ঠান কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় স্বদেশ এনজিও এর তত্ত্ববধান এবং হেল্প দুনিয়া'র অৰ্থায়নে আধুনিক দিনি শিক্ষা প্ৰতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও হোষ্টেল কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ চেরেঙ্গায় মোফা কবিরাজের বাড়ি সংলগ্ন এ প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে জমিদাতা মোফাজ্জল হোসেন মোফা কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, দাতা সংস্থা হেল্প দুনিয়া'র জার্মানি প্ৰতিনিধি পেদরাম নেজাদী, দোভাষী সামসুল আলম, মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্ৰতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আনোয়ার হোসেন, ছিটমীরগঞ্জ শালনগ্ৰাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জাফর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, আলহাজ্ব ফজলার রহমান ও জমিদাতা একরামুল সরকার প্রমুখ। আলোচনা শেষে মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments