বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৫শ মিটার রাস্তা হেরিং বোন বন্ড করন কাজের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় গ্রামীণ রাস্তা টেকসই করণের লক্ষে ১৫০০ মিটার রাস্তা হেরিং বোন বন্ড কাজ শুরু করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ঘুঘুমারি বেগের চৌপতি হতে আব্দুর রশীদের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার  রাস্তায় এইচবিবি করণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল। পরে বিকেলে তিনি ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার হাইস্কুল  হতে ফরিদলের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তার একই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক দবির হুদা, সাইদার রহমান বুলু, তাহমিদুর রহমান মিলন ও সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন প্রমুখ। এসময় এমপি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে তাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭৫ লাখ ২৯ হাজার ৭০০ টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই কাজ বাস্তবায়ন করছে।###

Post a Comment

0 Comments