বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুটি ইউনিয়নে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত



রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী (প্রতিনিধি)।নীলফামারী জলঢাকায়"বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"এই স্লোগান নিয়ে  দুটি  ইউনিয়নে মাদক,জুয়া ও বাল‍্য বিবাহ বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে কৈমারি ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান,অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর, ইউনিয়ন আ,লীগের সভাপতি সাইদার মাস্টার,এস আই নিসার আলী প্রমুখ। অপর দিকে বিকেলে  শৌলমারী ইউনিয়ন প্রঙ্গানে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর,ইউপি আ,লীগের সহসভাপতি শচিন চন্দ্র রায়,এস আই পলাশ চন্দ্র,এ এস আই শাহানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা আইন সৃঙ্খলা ঠিক রাখতে সবাইকে সহযোগিতা করার জন্য বলা হয়। সভা শেষে কৈমারী ইউনিয়নে সমাজের বিভিন্ন ব‍্যক্তিদের নিয়ে বিট পুলিশং কমিটি গঠন করা হয়।

Post a Comment

0 Comments