বিজ্ঞাপন দিন

জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করলেন জলঢাকার এমপি মেজর রানা

আবেদ আলী স্টাফ রিপোর্টার নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে ৭ দিনের বৈঠকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নীলফামারী - ৩ জলঢাকা আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল। তিনি গত ১৬ মে হতে ২২ মে ২০২২ পর্যন্ত সপ্তাহব্যাপী জাতিসংঘে নেতৃত্ব দানকালে সেখানে অভিবাসন সংক্রান্ত বিষয়ে অভিবাসীদের মানবাধিকার ও সুরক্ষায় ঘাটতি মেটাতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়াও তিনি অভিবাসন শ্রমিকদের আইনি পরিচয়, নথিপত্র, চোরাচালান ও অবৈধ পন্থায় পাচারের শিকার নিরীহ ব্যক্তিদের মানবিক সহায়তা নিশ্চিত করণ এবং কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে তাঁর অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ায় বৃহস্পতিবার (২৬ মে ২০২২) জলঢাকা উপজেলা জাতীয় পার্টি সহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানান।

Post a Comment

0 Comments