মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন সহ সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন। এসময় উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলায় চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো সঠিক মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা পরিষদের আয়োজনে সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
0 Comments