মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী নীলফামারীর জলঢাকা উপজেলায় বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অসংগতির কারনে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার (৩১মে) বিকালে পৌর শহরে অবস্থিত ৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডাঃ মেজবাহুর রহমান প্রধান, ডাঃ আবু তৈয়ব ও স্যানেটেরি ইন্সপেক্টর জিল্লুর রহমান প্রমুখ। এসয়য় বৈধ কাগজ না থাকায় প্রাইম ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অসংগতির কারনে আমাদের হাসপাতাল কে ৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজার ও ডক্টর'স ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজারসহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করে স্বাস্থ্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান###
0 Comments