বিজ্ঞাপন দিন

জলঢাকায় 'স্বদেশ' এনজিও-র সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন



রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় জাৰ্মানীর দাতা সংস্থা 'হেল্প দুনিয়া'র অর্থায়নে জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা  "সোশ্যাল ওয়ার্ক ফর অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল হেলথ-স্বদেশ" কর্তৃক বাস্তবায়নে কাঁঠালী ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৬ জুন) সকালে বিন্যাবাড়ী বাজারে নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন জার্মানির দাতা সংস্থা 'হেল্প দুনিয়া'র প্রতিনিধি পেদরাম নেজাদী।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু,আওয়ামী লীগ কাঁঠালী ইউনিয়নের সভাপতি জিকরুল হক,সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র, 'স্বদেশ' এর চেয়ারম্যান আবু সাঈদ,বিন্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের জমিদাতা আব্দুর রাজ্জাক,'স্বদেশ' এর সাধারণ সম্পাদক শামসুল আলম,'স্বদেশ' এর সহ সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, স্বদেশ এর কোষাধ্যক্ষ সোলায়মান আলী, মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা'র প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্ৰলীগ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজম সরকার, কাঠালী ইউপি সদস্যবৃন্দ সহ সংবাদকর্মী স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। বিন্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উদ্বোধনী চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম খান। এছাড়াও স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণ ফ্রীতে চিকিৎসা সেবা পাবে বলে নিশ্চিত করেন স্বদেশ এনজিও-র চেয়ারম্যান আবু সাঈদ।

Post a Comment

0 Comments