মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা পৌরসভায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুন) দিনব্যাপী স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার দীলিপ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ টি ইভেন্টে বিজয়ী ১৬০ জন শিক্ষার্থীর (বালক বালিকা) হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন, প্রধান শিক্ষক ফেরদৌসী খানম বেলী, সিরাজুল ইসলাম, রেহেনা পারভিন, লক্ষী রানী রায়, খাদিজা আকতার, ময়না ও তাজুল ইসলাম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মাহমুদুল হক, সহকারী শিক্ষক ময়নুল হক সহ আরো অনেকে। পৌরসভা ক্লাস্টারের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ২৫টি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
0 Comments