বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিদ্যালয় মাঠ জলাবদ্ধতায় ব্যাহত পাঠদান



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় ১ নং গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা হয়ে থাকে। ভারী বৃষ্টি হলে পুরো স্কুল মাঠে হাঁটু পরিমাণ পানিও জমে থাকে। দুই এক দিনের ভারী বৃষ্টির পানি শুকাতে সময় লাগে প্রায় ৫ থেকে ৭ দিন। অপর দিকে মাঠে জলাবদ্ধতার কারনে কোমলমতি শিশু শিক্ষার্থীরা ঠিকমত স্কুলে না আসায় ব্যাহত হচ্ছে ওই স্কুলের পাঠদান। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান,‘‘যে সময় স্কুল মাঠে পানি জমে থাকে সে সময় আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে খুবই সমস্যা হয়,সে কারনে তারা ওই সময় ঠিক মত স্কুলে যেতে চায় না।’’ এময় জলাবদ্ধতার সমাধান নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান অভিভাবকরা। এ বিষয়ে ১ নং গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুরা জামান বলেন,‘‘পানি নিস্কাশনের জন্য উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে এমপি স্যারের নিকট লিখিত আবেদন করতে বলেছিলেন,আমি ব্যস্ত থাকায় তা করতে পারিনি।’’ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা হারুন-অর রশিদ বলেন,‘‘সরেজমিনে গিয়ে বিষয়টি দেখা হবে।’’ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন,‘‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হবে।’’


Post a Comment

0 Comments