বিজ্ঞাপন দিন

জলঢাকায় হিরো কোম্পানির নতুন দুটি মোটর সাইকেলের অানুষ্ঠানিক উদ্বোধন

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ জমকালো আয়োজন ও অবিশ্বাস্য অফার দিয়ে নীলফামারীর জলঢাকায় শুভ উদ্বোধন হয়েছে হিরো কোম্পানির Hero pasion x pro x tec এবং Thrilar 160 R নামে দুটি নতুন মোটরসাইকেলের। রোববার বিকেলে জলঢাকায় "মুহিব এন্টারপ্রাইজ" হিরো মোটরসাইকেল শোরুমে এ নতুন মোটরসাইকেল দুটির অানুষ্ঠানিক উদ্বোধন করেন, Tratory Manager মোহাম্মদ মনজুরুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মনজুরুল ইসলাম। এসময় কোম্পানির পক্ষ থেকে লাবণ্য ও প্রপব লাল সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments