বিজ্ঞাপন দিন

জলঢাকায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিতরা পেল বকনা ও মুরগির ঘর



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে বকনা ও মুরগির ঘর বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেলে ২০ জনকে ২০ টি বকনা গরু ও ৬২ জনের মাঝে মুরগি লালন পালনের জন্য ঘর প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বকনা ও মুরগির ঘর বিতরন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। 


Post a Comment

0 Comments