মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২২-- ২৩ অর্থ বছরের ৭৯কোটি ৭৯লক্ষ ১ হাজার ৭৩০টাকার বাজেট ঘোষনা করেছেন মেয়র ইলিয়াস হোসেন বাবলু। আজ বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে ৭৯ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা আয় এবং ৭৯ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ের বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটে ১২ লাখ ২৬ হাজার ৭৩০ টাকা উদ্বৃত্ত রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব আশরাফুরজ্জামান, প্যনেল মেয়র রঞ্জিৎ কুমার, কাউন্সিলর আবুল বাশার মিন্টু, আব্দুল মান্নান, হাবিবুর রহমান মন্টু, আনোয়ার হোসেন, আফরোজা হাফিজ, হিসাব রক্ষক আওলাদ হোসেন, কাউন্সিলর দুলালী বেগম, ফজলুর রহমান ও রুহুল আমিন সহ সকল কাউন্সিলার, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় মেয়র বাবলু পৌরসভার উন্নয়নের জন্য নিয়মিত কর দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করতে পৌরবাসীর প্রতি আহবান জানান। এছাড়াও তিনি পৌরবাসীর সহযোগিতা চেয়ে আরো বলেন আসুন আমরা সবাই জলঢাকা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিনত করি। জলঢাকা পৌরসভা এই বাজেট সভার আয়োজন করে।
0 Comments