রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় জাতীয়পার্টির পৌর কাউন্সিল সম্পন্ন হয়েছে। ব্যালটে সীল মেরে ভোটাররা আনিছুর রহমান যাদুকে সভাপতি ও শরিফুল ইসলাম প্রিন্সকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। বৃহস্পতিবার বিকালে জাতীয়পার্টির অফিস সংলগ্ন এলাকায় এ কাউন্সিল অধিবেশনে যুগ্ম আহ্বায়ক দবির হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইদার রহমান বুলু, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল বাকী, শৌলমারী ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা নুরুজ্জামান, ডাউয়াবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন সভাপতি রোকনুজ্জামান খোকনসহ উপজেলা পৌর নেতৃবৃন্দগণ। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ১৮জন ভোটার তিনজন সভাপতি পদপ্রার্থীর মধ্যে আনিছুর রহমান মিলন ১০ ভোট দিয়ে সভাপতি ও চারজন সাধারন সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম প্রিন্সকে ১২ ভোট দিয়ে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। আগামী ২৭ জুন উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে বলা হয়।
0 Comments