বিজ্ঞাপন দিন

জলঢাকা শিক্ষকদের ৬ দিনব্যাপী স্যাটেলাইট প্রশিক্ষণ সমাপ্ত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৬ দিনব্যাপী ৪৮তম স্যাটেলাইট প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে নায়েমের টিচার ট্রেইনার সামসুল হুদা শুভ'র সভাপতিত্বে কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, নায়েমের টিচার ট্রেইনার মামনুর রশীদ, শাহীন উদ্দিন ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় ট্রেইনার সামসুল হুদা জানান, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা অপরিহার্য। এজন্য শিক্ষা বিভাগ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এরকম প্রশিক্ষণ আয়োজন করে থাকে। ইউএনও মাহবুব হাসান বলেন, যেকোন পেশায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। না হলে প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে খাপ খাইয়ে নেয়া কঠিন। বিশেষ করে শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে শিক্ষকতার মতো চ্যালেঞ্জিং পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য এরকম প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments