বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা আ'লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪-জুন) বিকালে উপজেলা আ'লীগের উদ্দোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরশহরের অন্বেষা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে গিযে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ'লীগের সহ-সভাপতি মীর হামিদুল এহচান চানুর  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোফাজ্জল হক, সহসম্পাদক মোহনেন্দু রায় মোহন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাহেদ আলী, দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ। এসময় বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান। উপজেলা আ'লীগের আয়োজনে এসময় আ'লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments