মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক সুবাষ চন্দ্র রায়, উম্মে সালমা লিপি ও আবদুল্লাহ প্রমুখ। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান। শেষে ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মোনাজাত করা হয়। অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
0 Comments