বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও সেতু বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  সংসদ সদস্য মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা জাতিয়পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,  প্রধান শিক্ষক আমিনুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা   একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম প্রমুখ। এসময় এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে ডিজিটাল ও যুগোপযোগী করার মাধ্যমে দেশকে এগিযে নিয়ে যাচ্ছে। মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউটার, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক মুভমেন্ট বিষয়ে গত ১৮ ও ১৯ মে তারিখে বিচারক মন্ডলীগন বিভিন্ন তথ্য উপাত্ত ও সাক্ষাতকারের মাধ্যমে বিজয়ীদের মনোনিত করেন। জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৬৮ টি সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Post a Comment

0 Comments