বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন



মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃশিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনসহ সারাদেশে শিক্ষকদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে পৌরশহরের জিরো পয়েন্ট মোড়ে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ স্বাধীনতা  শিক্ষক পরিষদ জলঢাকা উপজেলা শাখা। সংগঠনের সভাপতি জলঢাকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি,  সাবেক প্রধান শিক্ষক মহেসিন আলী, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। মানববন্ধনে উপজেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশব্যাপী শিক্ষকদের ওপর জুলুম-নির্যাতনকারীদের বিরুদ্ধে বিচার দাবী জানান। এবং শিক্ষক নির্যাতন বন্ধে সরকারকে অবিলম্বে উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে শিক্ষকদের নিরাপত্তায় নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধনে। #


Post a Comment

0 Comments