বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের টিকা নিই - করোনা মুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে এ  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্কোর প্রকল্পের "প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বিসিসি এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট শাহীনা সুলতানা, ল্যাম্ব স্কোর প্রকল্পের" প্রকল্প ব্যবস্থাপক রাউফুর রহমান বসুনিয়া, ল্যাম্ব স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সুবাস কুজুর ও প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান প্রধান। এসময় বক্তারা করোনাকালীন সময়ে উপজেলায় করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন, চিকিৎসক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইনে ১৩টি স্টলে করোনাকালীন সময়ের কার্যক্রম দেখানো হয়।   

Post a Comment

0 Comments