বিজ্ঞাপন দিন

যাতায়াতের রাস্তায় ঘর নির্মাণ,প্রতিবাদ করায় দপ্তরি কাম প্রহরীর উপর হামলা



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের যাতায়াতের রাস্তায় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন দুই জন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগে জানা যায়,উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজারপাড়া এলাকার মোকছেদুর রহমানের বাপ দাদাদের আমল থেকেই একই রাস্তা দিয়ে বাড়ি যাতায়াত করে আসছেন তারা। ঘটনার দিন গত ২২ জুলাই বিকেলে তাদের বাড়ি যাতায়াতের রাস্তায় একটি ঘর নির্মাণ করে গরু রাখার জায়গা করেন একই এলাকার হাছানুর রহমানের ছেলে সেকেন্দার আলী। এতে বন্ধ হয়ে যায় পিছনে বসবাসকারীদের বাড়ি যাতায়াতের রাস্তা। যাতায়াতের রাস্তায় ঘর নির্মাণের সময় বাধা দিলে মোকছেদুর রহমানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪০) ও তার ছেলে গোলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী দুখু মিয়ার উপর হামলা চালায় সেকেন্দার আলীসহ তার লোকজন।  তাদের হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দুখু মিয়া ও তার মা মঞ্জুয়ারা। এ বিষয়ে উপজেলা দপ্তরি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন,‘‘আমাদের সদস্য’র উপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচার দাবি জানান তিনি।' অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা থানা এস.আই হামিদ বলেন,‘‘বিষয়টি তদন্তাধীন রয়েছে।’’


Post a Comment

0 Comments