রাশাদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফাকে সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার মধ্যরাতে নীলফামারী জেলা সার্কিট হাউসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও সাবেক এমপি হোসনেয়ারা লুৎফা ডালিয়া, সাফুরা বেগম রুমি, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সাধারণ সম্পাদক মামতাজুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা। এর আগে ঐদিন দুপুরে জলঢাকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। উল্লেখ্য দীর্ঘ ১৮ বছর পর জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
0 Comments