বিজ্ঞাপন দিন

ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কার্যালয়ে মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।এসময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০/২১ অর্থ বছরে ৪,৪৯৪.৫ মেট্রিক টন ও ২০২২/২৩ অর্থ বছরে ৪,৮০৮.৪ মেট্রিক টন ডোমার উপজেলায় মাছ চাষের লক্ষামাত্র নির্ধারণ করা হয়েছে। এ সপ্তাহটি ২৩ জুলাই শুরু হয়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আগামী ২৯ জুলাই শেষ হবে।

Post a Comment

0 Comments