বিজ্ঞাপন দিন

ডোমারে সড়ক দূর্ঘটনায় ২জন নিহতের ঘটনায়, চালক গ্রেফতার

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক্টরের চালক ইব্রাহীমকে(৪২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন ঘন্টার মধ্যে বিকাল তিনটার দিকে পাঙ্গাঁ মটকপুর এলাকা হতে চালককে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। ইব্রাহীম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা চক হলদি এলাকার মো. হাসিম উদ্দিনের ছেলে। সড়ক দূর্ঘটনায় নিহত জহুরুলেরর ভাই আনারুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই একটি ট্রাক্টরের এক্সসেল ভেঙ্গে চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়ে মটুকপুর এলাকার আফছারুল ইসলাম (৪৫), ও ডিমলা এলাকার জহুরুল ইসলাম(২২) নিহত হয়। এসময় গুরুতর আহতাবস্থায় জহুরুল ইসলামের বোন লিমা(২৮) ও তার স্বামী শরিফুল ইসলামকে(৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিন ঘন্টার মধ্যে পাঙ্গাঁ মটুকপুর এলাকা হতে ট্রাক্টর চালক ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, দূর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। সাথে সাথে ডোমার থানার পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে পাঙ্গাঁ মটুকপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments