বিজ্ঞাপন দিন

জলঢাকায় সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএডিসি সার ডিলারদের সাথে কৃষি অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি কর্মকর্তা সুমন আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, আহসান হাবীব ও সার ব্যবসায়ী নুর ইসলাম প্রমুখ। কৃষি অফিস সুত্র জানায়, উপজেলায় পর্যাপ্ত সারের মজুদ আছে। কোন ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না করে সেজন্য ডিলারদের সজাগ থাকার আহবান জানান। এছাড়াও সরকারের বেধে দেওয়া নতুন দাম বস্তা প্রতি ১১শত টাকা দরে সার বিক্রি করার কথা বলা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে মতবিনিময় সভায় উপজেলার ৩৫ জন ডিলার অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments