বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ আবু তৈয়ব, ডাঃ মেজবাহুর রহমান প্রধান, ডাঃ তমা, ডাঃ স্মৃতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) রাশেদুল ইসলাম সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী গন উপস্থিত ছিলেন। এসময় ডাঃ রায়হানুল কবীর বলেন, মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপী এই সপ্তাহ পালন হচ্ছে। প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়ে থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।

Post a Comment

0 Comments