বিজ্ঞাপন দিন

জলঢাকায় শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পৌরসভার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার পুকুরে এই সাঁতার খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক ও সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, ক্রীড়া শিক্ষক সিদ্দিক ফারুকী, সহকারী শিক্ষক কালিদাস রায, আনসারুল হক, সেলিনা রায়হান ও এবতেদায়ী প্রধান আব্দুর রাজ্জাক প্রমুখ। এর আগে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা'র আয়োজনে প্রতিযোগিতার ৫টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করে।

Post a Comment

0 Comments