বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা", এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, ভাইসচেয়ারম্যান মনোয়ােরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আশ্রয়নের বাসিন্দা ৬ জন অসহায় নারীর মাঝে ৬টি সেলাই মেশিন ও ৪ জন নারীকে ২ হাজার করে অর্থ সহায়তা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই আলোচনা সভা ও বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

Post a Comment

0 Comments