বিজ্ঞাপন দিন

জলঢাকায় নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২৩ সালের নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়ে প্রধান শিক্ষক দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আশেকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেলাল হোসেন ও রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।  এসময় জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষকের মাঝে মানবিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকবে। আগামীর নতুন কারিকুলাম ও ধারাবাহিক মুল্যায়ন পদ্ধতির সাথে শিক্ষকদের তাল মেলাতে হবে। করোনার কারণে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে শিখন দূরত্ব তৈরি হয়েছে। এজন্য তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা ও শিখন প্রক্রিয়ায় সক্রিয় করতে শিক্ষকদের সর্বোচ্চ দিয়ে কাজ করার আহবান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সভায় স্কুল ও মাদরাসা'র সকল প্রধানগন উপস্থিত ছিলেন

Post a Comment

0 Comments