বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যতিক্রম আয়োজনে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস পালিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ব্যতিক্রম আয়োজনে পালন করেছে একটি অরাজনৈতিক সেবামুলক প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। সোমবার (১৫ আগস্ট ২০২২) সকালে ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল শোক র‍্যালী পৌর শহরের সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পিকআপ গাড়ি যোগে কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হন নেতাকর্মীরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা বাহিনীর কতিপয় কিছু বিপথগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নিষ্ঠুরভাবে হত্যা যজ্ঞ চালিয়েছে। বাংলাদেশে স্বাধীনতার অগ্রনায়ক, যিনি বাঙ্গালি জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যার শক্তিশালী নেতৃত্বে বাঙ্গালি জাতি একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন সেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে তারা বাচঁতে দেয়নি। সেই সময় দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রাণে বেঁচে যান। আর এরই পরিপ্রেক্ষিতে আজকের দিনে শোক দিবস পালন করা হয়। এই দিনটি বাঙালির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সহ সভাপতি শাহ আলম চৌধুরী স্বাধীন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রনজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায় প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments